Click Blew

Monday, May 23, 2016

Payza অ্যাকাউন্ট খোলা,ভেরিফাই এবং টাকা তোলার A-Z টিউট্রিয়াল সাথে স্কিনসর্ট

বন্ধুরা কেমন আছে

আজ আপনাদের শিখাবো কিভাবে একটি payza অ্যাকাউন্ট খুলবেন এবং ভেরিফাই করে টাকা উত্তোলন করবেন
আশকারি সকলেই জানেন অনলাইনে কাজ করে পেমেন্ট নেওয়ার ক্ষেত্রে payza কতটা গুরুত্বপূর্ণ অনলাইনে যেকোনো সাইটে কাজ করে টাকা নিতে এই সাইটের প্রয়োজন হয় ভারতে paypal সাপোর্ট করলেও বাংলাদেশে paypal সাপোর্ট করেনা তাই payza বাংলাদেশে খবই গুরুত্বপূর্ণ। তাই আজ আপনাদের দেখাবো কিভাবে একটি ভেরিফাই পেইজা অ্যাকাউন্ট খুলবেন


শুরু করা যাক :-
★★★কিভাবে পেজা অ্যাকাউন্ট খুলবেনঃ
১) প্রথমে এখানে ক্লিক করুন এরপর নিচের মত পেজ আসবে,উপরে দেখবেন Sign Up লেখা আছে, সেখানে ক্লিক করুন।
২)Sign Up ক্লিক করার পর নিচের মত পেজ আসবে, সেখান থেকে Personal ক্লিক করুন। এরপর যে পেজ আসবে সেখানে আপনার নাম, ই-মেইল, পাসওয়ার্ড দিলে Get Started এ ক্লিক করুন

৩)তারপর দুইটি অপশনের পাবেন i)Personal এবং ii)Business।সেখান থেকে personal সিলেক্ট করুন।

৪)তারপর একটি ফরম পাবে।সেটা পুরন করু। ৫)সব তথ্য সাবমিট করলে তারা আপনার ই মেইল এ একটি ভেরিফিকেশন মেইল পাঠাবে। এজন্য আপনাকে ই মেইল অ্যাকাউন্ট এ যেতে হবে। যেয়ে দেখবে Payza থেকে একটি মেইল পাবেন, সেখানে যে লিঙ্ক দেয়া থাকবে সেটা ক্লিক করলেই আপনার অ্যাকাউন্ট সফলভাবে খোলা হয়ে যাবে।

অ্যাকাউন্ট খোলা হয়ে গেলে অ্যাকাউন্ট ভেরিফাই করে নিতে হয়, আপনি অনলাইনে কাজ করে টাকা Payza তে গ্রহন করতে পারবেন,কিন্তু ভেরফাই না করলে সেটা উত্তলন করতে পারবেন না, ভেরিফাই করা থাকলে' টাকা বিভিন্নভাবে উঠাতে পারবেন যেমনঃ ফ্লেক্সিলোড, ব্যাংক এর মাধ্যমে, মাস্টারকার্ডের মাধ্যমে, অথবা চেকের মাধ্যমে।অ্যাকাউন্ট ভেরিফাই করতে হলে আপনার National ID Card, Bank Statement থাকতে হবে, BankStatement মানে আপনি ব্যাংক এ করতাছেন টাকা জমা দিয়েছেন, কত উঠিয়েছেন সেটার একটা পেপার.

★★★কিভাবে অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবেঃ
1)আপনি আপনার অ্যাকাউন্ট এ লগ ইন করার পর নিচের মত পেজ আসবে, সেখান থেকে বাম দিকে আপনার নাম থাকবে, নামের উপর ক্লিক করে, Verification নামে একটা অপশন পাবেন, সেখানে ক্লিক করুন। নিচে স্ক্রীন শট দেখুন।
2)তারপর নিচের মত পেজ আসবে, সেখান থেকে Document Validation এ ক্লিক করুন। নিচে স্ক্রীন শট দিলাম,

3) Document Validation এ ক্লিক করার পর সেখানে আপনার National ID Card এর। স্ক্যান কপি, এবং ব্যাংক স্টেটমেন্ট এর স্ক্যান কপি দিয়ে সাবমিট করুন
তাহলে ২৪ ঘন্টার মধ্যেই আপনার অ্যাকাউন্ট ভেরফাই হয়ে যাবে (যদিও লেখা থাকে ৫-৭ দিন লাগবে)

4) অ্যাকাউন্ট এ আপনার নামের নিচে লেখা দেখতে পাবেন “Personal Verified”. ব্যাস আপনার অ্যাকাউন্ট তো খোলা এবং ভেরিফাই করা হয়ে গেল

★★★কিভাবে টাকা উঠাতে হয়ঃ
Payza থেকে টাকা উঠানোর জন্য একটা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করে নিতে হবে, সেজন্য আপনার অ্যাকাউন্ট থেকে বাম দিকে দেখবেন Wallet লেখা আছে, সেখান থেকে Bank Accounts এ ক্লিক করুন, তারপর আপনার যেই ব্যাংক এ অ্যাকাউন্ট আছে, সেই ব্যাংক এর অ্যাকাউন্ট নাম্বার, ব্রাঞ্চ, মোবাইল ইত্যাদি দিয়েছেন সাবমিট করুন, সাথে সাথেই আপনার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড হয়ে যাবে, নিচে একটা স্ক্রীন শট দেখুন।প এখন আপনার ব্যাংক তো অ্যাড হয়েই গেল, টাকা ব্যাংক এর মাধ্যমে উঠাতে পারবেন খুব সহজেই, সে জন্য আপনার অ্যাকাউন্ট থেকে Withdraw Funds এ ক্লিক করবেন। Withdraw Funds এ ক্লিক করার পর নিচের মত পেজ পাবেন, সেখান থেকে Bank Transfer এ ক্লিক করুন। সেখানে আপনি আপনার টাকার পরিমান, সাধারনপ একটা কারন দিয়ে Next ক্লিক করবেন, এরপর আপনার অ্যাকাউন্ট এর পিন নাম্বার দিলেই টাকা ব্যাংক এ চলে যাবে, তবে ব্যাংক এ টাকা টা যেতে ৫ দিন লাগবে।

আশাকরি সকলে বুঝতে পেরেছেন অসুবিধা হলে নিশ্চয় কমেন্ট করে আমাকে জানাবেন        সম্যা হলে FB তে ¹ জানাতে পারেন